বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৪৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৮৩ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে এ রান করেছে সফরকারীরা। মুস্তাফিজ-জুবায়েরের তোপে একমাত্র তেম্বা বাভুমা (৫২) ছাড়া কোনো ব্যাটসম্যানই করতে পারেনি অর্ধশতক। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭ রান।
এ টেস্টে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান একাই প্রোটিয়া শিবিরের চার ব্যাটিং স্তম্ভকে গুঁড়িয়ে দেন। হাশিম আমলা (১৩), তেম্বা বাভুমা (৫৪) এবং জে পি ডুমিনি ও ডি কককে শূন্য রানে ফেরান মুস্তাফিজ। আর তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেনের ঘূর্ণিবলে কুপোকাত হন ফিলান্ডার (২৪), হারমার (৯) এবং স্টেইন (২)।
এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ। তবে দারুণ বল করেও প্রোটিয়াদের বিপর্যয়ের এ দিনে কোনো উইকেট পাননি মোহাম্মদ শহীদ।
এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। মাঠে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন ফন জিল ও ডেন এলগার। এ জুটি ভাঙে ৫৮ রানে।
প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ১৪তম ওভারে মাহমুদউল্লাহর চতুর্থ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টিয়ান ফন জিল (৩৪)।
এরপর ৪৭তম ওভারে তাইজুল ইসলামের বলে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দি হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার (৪৭)। পরের ওভারের প্রথম বলেই আঘাত হানেন সাকিব। তার ঘূর্ণিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সফরকারীদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডু প্লেসিস (৪৮)।
তখনও টেস্টে অভিষেক হওয়া বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর কোনো উইকেট পাননি। চা-বিরতির পর ইনিংসের ৫৯তম ওভারে ৪ বলে ৩ উইকেট তুলে নেন সাতক্ষীরার এ তরুণ পেসার। ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাকে (১৩), দ্বিতীয় বলে ডুমিনিকে (০) এবং চতুর্থ বলে ডি কককে (০) সাজঘরে পাঠান তিনি।
৭১তম ওভারে নিজের প্রথম উইকেট পান তরুণ লেগ স্পিনার জুবায়ের। তার ওভারের পঞ্চম বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারনন ফিলান্ডার (২৪)। এরপর ৭৯ ওভারে জুবায়ের তুলে নেন দুই উইকেট। ওভারের দ্বিতীয় বলে ফেরেন হারমার (৯) ও চতুর্থ বলে ডেল স্টেইনকে (২) ফেরত পাঠান তিনি।
এরপর সর্বশেষ আঘাত হানেন মুস্তাফিজুর। ৮৩তম ওভারের চতুর্থ বলে তেম্বা বাভুমাকে (৫৪) সাজঘরে পাঠান তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হওয়ার কিছু সময় পরই ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম ১ এবং ইমরুল ৫ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। তবে একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার, নাসির হোসেন ও রুবেল হোসেনের।
অন্যদিকে সফরকারী দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছেন রিজা হেনড্রিকস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা এবং ড্যান ভিলাস।
সফরে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে সব টেস্টেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ শহীদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, মরনে মরকেল, ডেল স্টেইন ও তেম্বা বাভুমা।
Md Gias Uddin liked this on Facebook.
Kamal Hossain liked this on Facebook.
Papon Prova liked this on Facebook.
Jamal Cox liked this on Facebook.