পর্ণস্টার থেকে বলিউড-হলিউড পাড়ায় পা রেখেছিলেন যে ১১ জন অভিনেত্রী!

এমনটা একেবারেই নয় যে সানি লিয়নই প্রথম পর্ণ ছবির দুনিয়া ছেড়ে অভিনেত্রীর খাতায় নাম লিখিয়েছেন। সানি ছাড়াও বিশ্বে এমন অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে যারা প্রথম জীবনে পর্ণস্টারই ছিলেন। কিন্তু পরবর্তী কালে বিখ্যাত অভিনেতা হিসেবে স্বীকৃতি পয়েছেন।

এই তালিকায় প্রথম যার নাম রয়েছে তিনি হলেন আরনল্ড স্কোয়ার্জেনেগর। খুব কম লোকই এই ঘটনা জানেন। বিখ্যাত এই অভিনেতা প্রথম জীবনে পেট চালানোর জন্য অ্যাডাল্ট মুভিতে কাজ করতেন।

হলিউডের অভিনেত্রী হওয়ার আগে ক্যারন ডায়াজও একজন পর্ণস্টারই ছিলেন। একটি সাক্ষাৎকারে এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন ডায়াজ।

অ্যাকশন স্টার জ্যাকি চ্যাং হং-কংয়ের অ্যাডাল্ট ফিল্মে কাজ করেছেন। কিন্তু পরবর্তীতে তিনি দক্ষ অভিনেতা হিসেবে পরিচিত হন।

পর্ণস্টার হিসেবে বিখ্যাত ছিলেন অভিনেত্রী জ্যাসে জেন। কিন্তু বেওয়াচ ও দ্য এন্টোরেজ ছবিতে কাজ করার পর তিনি হলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিত হন।

অ্যাডাল্টস্টারের তালিকায় নাম রয়েছে জেন্না জেমসনেরও। কিন্তু তিনি নিকল রিচি ও প্যারিস হিল্টনের সঙ্গে প্রচুর হলিউডি ছবিতে কাজ করেছেন।

পর্ণস্টার প্রিয়া অঞ্চলি রায় ভারতের প্রথম ৪ডি স্টিরিয়োস্কোপিক ছবিতে কাজ করছেন। এটি একটি হরর থ্রিলার ছবি, যার না বিয়ন্ড দ্য ট্রুথ।

পপস্টার হওয়ার আগে সামান্থা ফক্স অ্যাডাল্ট ফিল্মের অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।

হলিউডের হিট ছবিতে কাজ করার আগে অভিনেত্রী শুকি ইরোটিক ও অ্যাডাল্ট সেক্স ফিল্মে কাজ করতেন।

এই তালিকায় নাম রয়েছে সিলভেস্টার স্ট্যালনেরও। রকি ছবির মাধ্যমে অভিনয় জীবনে পা রাখার আগে স্টালন সেমি পর্ণ ও অ্যাডাল্ট ফিল্মে কাজ করেছিলেন।

বি বসের মাধ্যমেই বলিউডের গোল্ডেন টিকিট হাতে পান বিখ্যাত পর্ণস্টার সানি লিওন। বিগবস সফরে এসেই ছবির অফার পান তিনি। বর্তমনে পর্ণফিল্মের দুনিয়া থেকে প্রায় বিদায় নিয়েছেন সানি। একের পর এক ছবির পাশাপাশি আইটেম নম্বর ও বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে সানিকে।

ট্রেসি লর্ডস অভিনয় শুরু করার আগে অ্যাডাল্ট ফিল্মে কাজ করতেন। তিনি অনেক ছোট বয়স থেকেই অ্যাডাল্ট ফিল্মে কাজ শুরু করেন। যদিও পরি হলিউডে প্রচুর সাফল্য পান এই অভিনেত্রী।

৪ thoughts on “পর্ণস্টার থেকে বলিউড-হলিউড পাড়ায় পা রেখেছিলেন যে ১১ জন অভিনেত্রী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *