ঠাঁই হয়নি নাসির, সৌম্য, রুবেলের

ঢাকা: ওয়ানডেতে দুর্দান্ত বল করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে একাদশে সুযোগ পাননি বিশ্বকাপের নায়ক রুবেল হোসেন। এমনকি ওয়ানডের ম্যান অব দ্য সিরিজ সৌম্য সরকারকেও রাখা হয়নি। বাদ পড়েছেন দারুণ স্পিন করতে থাকা নাসির হোসেনও।

সকালে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় সফরকারীরা। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে মুস্তাফিজুর রহমানের।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে টেস্টের সেরা দল। আর বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। আটবারের দেখায় সাতবার ইনিংস পরাজয় হয়েছে বাংলাদেশ! সম্প্রতি সময় দক্ষিণ আফ্রিকা এতটাই শক্তিশালী দল যে, ২০০৬ সালের পর তারা দেশের বাইরে কোনো টেস্ট সিরিজই হারেনি।

বাংলাদেশ পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে বাংলাওয়াশ করার পর করে খুলনা টেস্টে ইতিহাস গড়ে মুশফিকবাহিনী। এরপর ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্ট ড্র করে তারা।

১০ thoughts on “ঠাঁই হয়নি নাসির, সৌম্য, রুবেলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *