কানাডায় শুক্র, শনিবার দুই দিন উদযাপিত হলো ঈদ !

কানাডায় শুক্র, শনিবার দুই দিন ঈদ উদযাপিত হলো। টরন্টোতে ঈদের আমেজে প্রবাসী বাঙালিরা ড্যানফোর্থের ডেনটনিয়া পার্ক ছাড়াও বায়তুল মোকারম, বায়তুল আমান মসজিদে ঈদের নামাজ আদায় করে। মেয়েরাও ঈদের নামাজে অংশ নেন। এদিকে শহরের বিভিন্ন স্থানে গত সপ্তাহ থেকে চলছে ঈদমেলা। শনিবার ছুটি থাকার ফলে ঈদের আনন্দ আমেজে যুক্ত হয় ভিন্ন মাত্রা।
যদিও এনভায়রনমেন্ট কানাডা শনি ও রোববার টরন্টোতে ‘হিট এলার্ট’ ঘোষণা করা হয়েছে।

আতিক/প্রবাস

১২ thoughts on “কানাডায় শুক্র, শনিবার দুই দিন উদযাপিত হলো ঈদ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *