‘ভালবাসা হল এ দেহের নিশ্বাস’

‘ভালবাসা ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। ভালবাসা হল এ দেহের নিশ্বাস।এটা আমাকে বেঁচে থাকার শক্তি দেয়, কিছু অধিকারবোধ জন্মায়; যা বিশ্ব জয় করতে একান্ত প্রয়োজন।’
সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
পাতৌদি পরিবারের এ বধূ বলেন, ‘আজকাল বিয়ের পরও অভিনয় করা যায় এবং ৩৯ বছর বয়সেও বাচ্চা নেয়া যায়। আমার শ্বাশুড়ী (শর্মিলা ঠাকুর) তিন সন্তান থাকার পরও অভিনয় করে যাচ্ছেন।’
কারিনা বলেন, ‘বিয়ের পর ভালবাসা বাড়ে, গভীর  হয়। পারস্পরিক বোঝাপড়া এবং  শ্রদ্ধাও বাড়ে।’
বিয়ের আগেও কারিনার প্রেম অবশ্য বলিউড পাড়ায় বেশ আলোচিত। তার সাবেক প্রেমিক শহিদ কাপুর বিয়ে করলেন সম্প্রতি।
কারিনা-শহিদের সেই প্রেম আলোড়ন তুলেছিল বলিউডে। তিন বছরের জমাটি সেই প্রেমে ছিল অন্তরঙ্গ এমএমএস ফাঁস হয়ে যাওয়ার মতো নাটকীয়তাও। কিন্তু সম্পর্কটা টেকেনি শেষতক।
২০০৭ সালে শহিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে সাইফ আলী খানের প্রেমে মজেন কারিনা। বছর তিনেক আগে বিয়ে করে হয়ে উঠেছেন এখন সংসারি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

১০ thoughts on “‘ভালবাসা হল এ দেহের নিশ্বাস’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *