সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জিকে গউসের ওপর কারাগারে হামলার প্রতিবাদে রোববার হবিগঞ্জ সদরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
জেলা বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী শনিবার বিকেলে হবিগঞ্জ জেল গেটে সাংবাদিকদের সামনে ওই হরতাল ঘোষণা করেন।
এর আগে শনিবার সকাল ৯টার দিকে কারাগারে ঈদের নামাজের পর শায়েস্তাগঞ্জের সুজন হত্যা মামলার আসামী ইলিয়াছ মিয়া আকস্মিক জেলা বিএপির সাধারণ সম্পাদক জিকে গউসের ওপর একটি প্লাস্টিক বালতির হ্যান্ডেল দিয়ে হামলা চালান। এতে গউস মেরুদণ্ডে আঘাত পান। হবিগঞ্জ হাসপাতালের দুইজন ডাক্তার এসে তাকে চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ কারা সুপার মো. গিয়াস উদ্দিন জানান, এই ঘটনায় জড়িত ইলিয়াছের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Good
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Nazir Ahmed liked this on Facebook.
MD Razak liked this on Facebook.
IS Emran liked this on Facebook.
Imtiaz Dibos liked this on Facebook.