বাংলাদেশ গৃহযুদ্ধ অথবা পুলিশি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে

ইউরোপীয়ান পার্লামেন্টের ফরেন এফেয়ার্স এবং হিউম্যান রাইটস কমিটির প্রভাবশালী সদস্য ল্যার অ্যাডাকটুসন বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে বলেছেন,

“আন্তর্জাতিক সম্প্রদায়কে হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা, বাংলাদেশ পুলিশি রাষ্ট্র অথবা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে”

তিনি বলেন, বাংলাদেশ এখন ভুল পথে হাঁটছে। অ্যাডাকটুসন এখানেই থেমে থাকেননি। তিনি অত্যন্ত কড়া ভাষায় বিগত নির্বাচনের সময়ে সহিংসতা, রাজনৈতিক হত্যা, কিডন্যাপ, গুম, খুনের অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন, সেই নির্বাচনে ১৫০ জনের মতো মানুষ নিহত হয়েছিলো।

বিবৃতিতে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে শিশু সামিউল রাজন হত্যার বীভৎস দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার মাধ্যমে প্রমাণ করে দেশটি কতো ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদিও দেশটির নিয়ন্ত্রণ করছে, তথাপি সিভিল সোসাইটি, ব্লগার, সাংবাদিক হত্যা একের পর এক বেড়েই চলছে এবং আইনের শাসন ক্ষয়িষ্ণু এবং গণতন্ত্র ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশটি পুলিশী রাষ্ট্র অথবা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা। দেশটির সরকারকে সহিংসতা বন্ধ এবং বিরোধীদের দমনের পন্থা বন্ধের ব্যবস্থা নিতে হবে।

আতিক/প্রবাস

২৮ thoughts on “বাংলাদেশ গৃহযুদ্ধ অথবা পুলিশি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *