গাইবান্ধা মাকে নির্যাতনের অপরাধে গাইবান্ধায় ছোট ভাইয়ের ছুড়িকাঘাতে বড় ভাই রায়হান খান খুন হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শহরের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান শহরের সরকার পাড়ার নেহাল উদ্দিনের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ঈদের কেনাকাটা করার জন্য রায়হান খান তার মা ইসরাত খানের কাছে টাকা দাবি করে । টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে অস্বীকার করায় তার মাকে মারপিট করে। এলাকার লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মাকে মারপিটের খবর পেয়ে ছোট ভাই রাহুল খান ছুটে এসে বড় ভাই রায়হান খানকে তার বাড়ির পাশে নিয়ে এসে ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে রায়হান খান মারা যান
ঠিক কাজ করেছে
Alam Shabuz liked this on Facebook.