ঈদের আনন্দে মেতেছে কলকাতা

ঈদের আনন্দে মেতেছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটির রাজধানী কলকাতার রেড রোডে ঈদের নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মানুষ। সকাল থেকেই এ রোডে যান চলাচল বন্ধ ছিলো।

রেড রোড ছাড়াও কলকাতায় মোট ৬০০টি যায়গায় নামাজ আদায়ের আয়োজন করা হয়েছে। ঈদকে ঘিরে কলকাতা পুলিশ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে গোটা শহর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ঈদ উৎসবে প্রচুর মানুষ শামিল হয়েছে। নতুন পোশাকে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। চলছে শুভেচ্ছা বিনিময়।

এদিকে আগাম বার্তা থাকলেও ঈদের নামাজ আদায়ে বাধা হয়নি বৃষ্টি।

ঈদ উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৯ thoughts on “ঈদের আনন্দে মেতেছে কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *