এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে রেলমন্ত্রী রেলমন্ত্রী

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছে রেলপথমন্ত্রী মুজিবুল হককে।

 

আলসারের কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য গতকাল শুক্রবার রাতে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু কোন উন্নতি না হওয়ায় আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার কুমিল্লায় অবস্থান করছিলেন রেলমন্ত্রী। রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় মুন হাসপাতালে এবং পরে সেখান থেকে সিএমএইচে আনা হয়।

 

মন্ত্রীর সহকারী একান্ত সচিব জসীম উদ্দিন  জানিয়েছেন, আজ সকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে জানান তিনি

১০ thoughts on “এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে রেলমন্ত্রী রেলমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *