জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

ঢাকা: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষ হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত শুরু হয়।

এতে ইমামতি করেন- চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী।

সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, বিচারপতি, সচিবসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ ঈদের জামাতে শরিক হন।

নামাজ শেষে দেশ ও বিশ্বমুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মোনাজাতে দেশে থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল করতে আল্লাহর সাহায্য কামনা করা হয়।

প্রতিবারের ন্যায় এবারো ঈদগাহের দক্ষিণ পাশে নারী মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

তবে বৃষ্টির কারণে অন্য বারের চেয়ে মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।

এদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকাল ৭টায় প্রথম, সকাল ৮টায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের চতুর্থ ও পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ১০টায় এবং বেলা পৌনে ১১টায়।

৫ thoughts on “জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *