বাংলাদেশের ক্রিকেট এখন অনন্য উচ্চতায়। আর এর রূপকার জাতীয় দলের ক্রিকেটাররা। ১৬ কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছুই এখন ক্রিকেট আর ক্রিকেটারদের ঘিরে। তাইতো ক্রিকেটারদের জাতীয় বীর হিসেবে তুলনা করছেন ক্রিকেটপ্রেমীরা।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিনয়ের সঙ্গে তিনি স্মরণ
মাশরাফির স্ট্যাটাসের স্ক্রিনশট
করিয়ে দিয়েছেন, বীর বা নায়ক তারা নন। সত্যিকারের নায়ক একাত্তরের মুক্তিযোদ্ধারা। দিন শেষে তারা আসলে ‘এন্টারটেইনার’।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় ইংরেজিতে দেয়া স্ট্যাটাসেমাশরাফি লিখেছেন, ‘আমাদের নিয়ে কিছু মোহ তৈরি হয়েছে; সেই মোহ আজ আমি ভেঙে দিতে চাই। আমরা কিন্তু এন্টারটেইনার। আমরা নায়ক নই। নায়ক তো আমাদের লড়াকু বীর মুক্তিযোদ্ধারা। জাতির জন্য আমরা এমন কিছু আত্মত্যাগ করি না; যেটা করেছেন মুক্তিযোদ্ধারা। আমাকে ভুল বুঝবেন না। ক্রিকেটই সবকিছু নয়। আমরা শুধু চেষ্টা করে যাই এ জাতির মুখে হাসি ফোটানোর।’
মাশরাফির এ মনোমুগ্ধকর পোস্টে ৭ ঘণ্টায় এক লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়ে নিজেদের সমর্থন প্রকাশ করেছন। এতে এখনও পর্যন্ত মন্তব্য পড়েছে ৩ হাজার ৮৯ জনের এবং এটি শেয়ার করেছেন ৩ হাজার ২৩৬ জনেরও বেশি মানুষ।
Мцјіь Моијц liked this on Facebook.
Saddam Hossen Nahid liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Mohiuddin Mdmohiuddin liked this on Facebook.
Kajol Khan Anees liked this on Facebook.