ঢাকা: সম্প্রতি বিয়ে করে সংসারধর্ম শুরু করেছেন বলিউডের হ্যান্ডসম হাংক শহীদ কাপুর। বিয়ের অনুষ্ঠান ছাড়া বিয়ের পর দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিলেন অ্যারেঞ্জড লাভ বার্ড শহীদ-মীরা। কিছুদিন আগে আবার বান্দ্রায় জিমের বাইরে দেখা গেল দু’জনকে। এখানেও দু’জনে দু’জনের হাত ধরে।
ওয়ার্ক আউটের পোশাকেই আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হলেন শহীদ-মীরা। আলোকচিত্রিদের দেখার সঙ্গে প্রায় দৌড়ে গাড়িতে উঠে পড়লেন নবদম্পতি। আর গৌমটা টানেন শহীদ।
গত ৭ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দিল্লিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন শহীদ ও দিল্লির মেয়ে মীরা। এরপর মুম্বইয়ের প্যালাডিয়াম হোটেলে বলিউডের জন্য একটি রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন শহীদ।
Sara Khan liked this on Facebook.