৭ দিনের রিমান্ডে চৌকিদার ময়না

শিশু রাজন হত্যার ঘটনায় গ্রেফতার চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ‍আদালত। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সাহেদুল করিম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে তাকে পুলিশি প্রহরায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন।

শুনানি শেষে আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামি মুহিত আলমও পাঁচদিনের রিমান্ডে রয়েছেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল রাতে আটক হন রাজন হত্যা মামলার অন্যতম আসামী চৌকিদার ময়না।

এদিকে, রাজন হত্যার ঘটনায় নির্যাতনের ভিডিও চিত্র দেখে দুলাল আহমেদ (২৫) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে শহরতলীর কুমারগাঁও শেখ পাড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

রাজন হত্যার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মুহিত আলম ও তার স্ত্রী লিপি বেগম, ময়না মিয়া ওরফে বড় ময়না), ফিরোজ আলী ও আসমদ উল্লাহ, দুলাল আহমেদ ও কামরুল। এদের মধ্যে কামরুলকে সৌদি আরবের জেদ্দায় গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *