বৃষ্টি হানা দিয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচের খেলা সাময়িকভাবে বন্ধ আছে। চট্টগ্রামের আকাশ এখন মেঘে ঢাকা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ছিল ২৩ ওভারে ৭৮।
এর আগে মাত্র ৫০ রানের মধ্যে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন হাশিম আমলা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াস ব্যাটিং লাইনে প্রথম আঘাত হেনেছেন মুস্তাফিজু রহমান। দলীয় ৮ রানে কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়ে দারুণ সূচনা করেছেন তিনি। এরপর পরপর দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফাফ ডু প্লেসিসকে নিজের শিকারে পরিণত করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় হাশিম আমলার উইকেট নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডেতে দুশ’তম উইকেট নিয়েছেন সাকিব। দলীয় ৫০ রানে প্রোটিয়াস ব্যাটিং লাইনে শেষ আঘাত হেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন রিলি রুশো।
Shahid Cox liked this on Facebook.
Classic Rahman liked this on Facebook.