দীর্ঘ ৬ হাজার বছর ধরে এক প্রেমিক প্রেমিকা একে অপরকে আলিঙ্গন করে আছে (ভিডিও সহ)

দীর্ঘ ৬ হাজার বছর ধরে এক প্রেমিক প্রেমিকা একে অপরকে আলিঙ্গন করে আছে। এতবছর ধরে ডেট করছে তারা।
বলবেন, অসম্ভব! এতো বছর কেউ বাচে নাকি?
আসলেই, বেঁচে থেকে নয়, মরে গিয়েই প্রায় ৬ হাজার বছর ধরে একে অপরকে আলিঙ্গন করে রেখেছে এক তরুণ তরুণী, তাও আবার সারা বিশ্বের লোকচক্ষুর অন্তরালে থেকে। যাকে বলা যায় ‘অন্তিম আলিঙ্গন’!
খুব অবাক হচ্ছেন, তাই না? হওয়াটাই স্বাভাবিক।
প্রত্নতত্ত্ববিদরা ২০০৭ সালে ইতালির উত্তরের মান্তুয়ার ভালদারো নামক একটি গ্রামের বাড়ির কবরস্থানে সর্বপ্রথম কঙ্কাল দুটিকে দেখতে পায় যারা একে অপরের সাথে আলিঙ্গনরত অবস্থায় ছিল। দেখা যায়, কঙ্কাল দুটো একে অপরের ঠিক মুখোমুখি, দুহাত- বাহু এবং দু পা দিয়ে তারা একে অপরকে পেচিয়ে ধরে রেখেছে। যা সবাইকে অমর প্রেমের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।
প্রত্নতত্ত্ববিদরা কঙ্কাল দুটো নিয়ে গবেষণা করে জানতে পারে, কঙ্কাল দুটি একটি নারীর এবং একটি পুরুষের। এরা ৬০০০ বছর পুরনো ‘নিওলিথিক যুগের’ মানুষ এবং মরার সময় এদের বয়স ১৮ ও ২০ এর বেশী ছিল না। এবং উচ্চতা ছিল ৫ ফিট ২ ইঞ্চির মতো।
কঙ্কাল দুটি পাওয়ার পর প্রত্নতত্ত্ববিদ এলেনা মারিয়া অনেকদিন জায়গাটিতে পাহারা বসিয়ে রেখেছিলেন, যাতে এগুলো চুরি না হয়ে যায়। কিন্তু প্রসেসটা লেন্দি আর ওই যায়গার বর্তমান মালিক সেখানে বাড়ী করার চিন্তা করার কারণে কঙ্কাল দুটিকে সম্পূর্ণ অক্ষত রেখেই মান্তুয়ার মিউজিয়ামে সংরক্ষণ করার ব্যবস্থা করেন। এবং কঙ্কাল দুটির নাম দেন তাদের বাড়ীর নামানুসারেই “লাভার্স অফ ভালদারো”।
২০১১ সালে ইতালির মান্তুয়ার এই মিউজিয়ামটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
মিউজিয়ামে সংরক্ষিত প্রাচীন লাভারের কঙ্কালের ভিডিওঃ


সুত্রঃ উইকি, টাইম ম্যাগাজিন।

২ thoughts on “দীর্ঘ ৬ হাজার বছর ধরে এক প্রেমিক প্রেমিকা একে অপরকে আলিঙ্গন করে আছে (ভিডিও সহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *