ঢাকা: শপথ নিলেন পাঁচ মন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় বঙ্গভবনের দরবার হলে তারানা হালিম, নুরুজ্জামান আহমেদ,নুরুল ইসলাম বিএসসি, ইয়াফেস ওসমান এবং আসাদুজ্জামান কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভুইয়া। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রথমে তিন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, আসাদুজ্জামান খান কামাল এবং ইয়াফেস ওসমানকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি।এর পর প্রতিমন্ত্রী তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদকে শপথ বাক্য পাঠ করান তিনি।
মন্ত্রীদের মধ্যে তারানা হালিম, নুরুজ্জামান আহমেদ এবং নুরুল ইসলাম বিএসসি নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেও আসাদুজ্জামান কামাল এবং ইয়াফেস ওসমান যথাক্রমে স্বরাষ্ট্র এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Md Ripon liked this on Facebook.
Bablu Jaman liked this on Facebook.
Abul Kashem liked this on Facebook.