ঢাকা: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শান্তি কামনা করেন।
বার্তা তিনি বলেন, “লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিলো পবিত্রগ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলো আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায়, কল্যাণ ও ন্যায় বিচারের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এই পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী মানবজীবনের সকল তিক্ততার বিষবাষ্পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে।
মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানগণ নিজেদেরকে বেহেস্তের অনন্য উপহার লাভ করার উপযুক্ত করে তোলে।
আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক । আমীন।
Shoton Biswas liked this on Facebook.
SA Tuja Santo liked this on Facebook.
Yeanur Mohammed liked this on Facebook.
Abul Kashem liked this on Facebook.
Mohiuddin Mdmohiuddin liked this on Facebook.
Muhim Sumon liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Md Anis Mollah liked this on Facebook.
IS Emran liked this on Facebook.