দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দেড় বছর পর মন্ত্রীসভার কলেবর বাড়ানো হচ্ছে। বর্তমান মন্ত্রিসভার দুই প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিতে নতুন করে শপথ পড়ানো হবে। এছাড়া ৫ নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হবেন। এমনটা হলে মহাজোট সরকারের বর্তমান মেয়াদে দ্বিতীয় দফা কলেবর বাড়বে মন্ত্রিসভার। একই সঙ্গে বর্তমান মন্ত্রী- প্রতিমন্ত্রীদের কারও কারও দপ্তর পুনর্বণ্টন করা হতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনের কোন এক সময় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জোর সম্ভাবনা রয়েছে। ইফতারের আগে সংক্ষিপ্ত এ শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের নিয়ে ‘ইফতার পার্টি’র প্রস্তুতি রাখা হয়েছে। এবার মন্ত্রীসভার স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে দুয়েক জন ছাড়া সবাই হবেন নতুন মুখ।
মন্ত্রীসভার কলেবর বাড়ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা বলেন, মন্ত্রিসভা রদবদল হলে যত দ্রুত সম্ভব আপনারা জানবেন। এ সর্ম্পকিত প্রেস রিলিজ আপনাদের কাছে পাঠানো হবে। একই সঙ্গে আমাদের ওয়েব সাইটেও দেখতে পাবেন। সরকারের উচ্চ পর্যায় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের মন্ত্রণালয় চালানোর দক্ষতায় সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য এ দুই প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেয়ার চিন্তাভাবনা চলছে। পূর্ণমন্ত্রীর মর্যাদা দিতে চাইলে তাদের নতুন করে শপথ পড়াতে হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আপাতত মন্ত্রীসভার সম্প্রসারণ হতে যাচ্ছে। কেউ বাদ পড়ছেন না।
এ তালিকায় মন্ত্রী- প্রতিমন্ত্রী হিসেবে ৫ জনের নাম রয়েছে। সম্ভাব্য মন্ত্রী- প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন- সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান, চট্টগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম, লালমনিরহাট- ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। অন্যদের মধ্যে সাবেক আইন মন্ত্রী ও কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু, ব্রাক্ষনবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কিশোরগঞ্জ- ৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান, সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নামও আলোচনায় রয়েছে।
আতিক/প্রবাস
Mir Solaiman liked this on Facebook.
Sumon Bhuaiyan liked this on Facebook.
Bablu Jaman liked this on Facebook.
Ronok Uddin Khan liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Sohag Rana liked this on Facebook.
Md Ripon liked this on Facebook.