সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় আটক মুহিদ আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিলেটের মহানগর হাকিম আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমিন সোমবার সকালে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে রোববার রাজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন মুহিদের সাত দিনের রিমান্ড আবেদন জানান। কিন্তু রিমান্ড নামঞ্জুর করে সোমবার রিমান্ড আবেদনের শুনানি নির্ধারণ করেন।
তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সোমবার আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে রাজনকে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তার লাশ গুম করার চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক হয় মুহিদ আলম।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আটক মুহিদ আলম (২২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।
নিহত সামিউল আলম রাজনের বাড়ি সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে। সামিউলের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন প্রাইভেটকারচালক। তার দুই ছেলের মধ্যে সামিউল বড়।
শিশু রাজন হত্যাকারী বর্বরদের বিচারের দাবি যেনো গতানুগতিক দুইদিনের ইস্যু হয়ে হারিয়ে না যায়।
নৃশংস এই হত্যাকান্ডের বিচার ও হত্যাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যমগুলোর জোরালো ভূমিকা চাই।
Elias Ali Prodhania liked this on Facebook.
Robin Talukder liked this on Facebook.
Rimand na → or pacar modda goro rod din
Bilal Hasan liked this on Facebook.
Harun Or Rashid liked this on Facebook.
Md Sultan liked this on Facebook.