বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে মুকুল হোসেন নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছে- শনিবার দিনভর এমন গুজবের পর মধ্যরাতে মুকুলের লাশ পাওয়া যায় বলে সদর থানার ওসি (তদন্ত) হাশেম মিয়া জানিয়েছেন।
নিহত মুকুল হোসেন উপজেলার হাওয়ালখালী গ্রামের মহাতাব উদ্দিনের ছেলে।
ওসি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে কুশখালী গ্রামের বাদিলকি বিলের পাশে রাস্তায় চাটাইয়ে বাঁধা মুকুলের লাশ উদ্ধার করা হয়।
“বিএসএফের গুলিতে মুকুল নিহত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তবে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি বলেও জানান ওসি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। পরে রাতে বিলে তার লাশ পাওয়া যায়।
আতিক/প্রবাস
Jahangir Kabir liked this on Facebook.
Md Prem liked this on Facebook.
Singer Boy Tanvir liked this on Facebook.
Khairuz Zaman Choudhury liked this on Facebook.
Sohag Rana liked this on Facebook.