রামগঞ্জ সোনাপুর মৌলভী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন পাটওয়ারী ডাকাতের কোপে
আহত হয়ে তিনদিন যাবত রামগঞ্জ সরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কেথুড়ি পাটওয়ারী বাড়িতে দুই বসতঘরে ডাকাতি কালে সংঘবদ্ধ ডাকাত দল ব্যবসায়ী জামাল উদ্দিন ও মনি আক্তারকে কুপিয়ে এবং সুমি বেগম নামের একজনকে পিটিয়ে আহত করে।
বাড়ির লোকজন জানান, ঘটনার দিন রাত ১২টায় ১৫/২০ জনের মুখোশধারী ডাকাতদল একই সময় জামাল উদ্দিন পাটওয়ারী ও তার ছোট ভাই প্রবাসী মোঃ কাউছার পাটওয়ারীর বসতঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতদল দুই ঘর থেকে সাড়ে ১৪ ভরি স্বর্ণালংকার, ৫৪ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে ৩ জনের ওপর হামলা চালিয়ে চলে যায়।
আতিক/প্রবাস
Singer Boy Tanvir liked this on Facebook.
Mð Šîrãj liked this on Facebook.
বিপ্রজিত চন্দ বাপ্পা liked this on Facebook.