ঈদের পর ট্রাইব্যুনাল, খালেদা জিয়ার বিচার : ইনু

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘একাত্তরের গণহত্যার মতো মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার হবে। প্রকাশ্যে বিশেষ ট্রাইব্যুনালে তাঁর বিচারকাজ শুরু হবে। ঈদের পরে এই ট্রাইব্যুনাল গঠন হচ্ছে এবং সেই ট্রাইব্যুনালে প্রত্যেকটি মানুষ পোড়ানোর ঘটনার মামলাকে আমরা পাঠিয়ে দেব।’ আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী এবং ভূমি কর্মকর্তা গাজী তারেক সাইমনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার পরিষ্কারভাবে বলেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, বেগম খালেদা জিয়াও নন। উনি সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন। তবে সাম্প্রতিক ৯৩ দিনের ভয়াবহ আগুন-যুদ্ধে দেড় শতাধিক মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার যে কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন; এটা একাত্তরের গণহত্যার মতোই একটি গণহত্যা। একাত্তরের গণহত্যায় যেমন রেহাই দিচ্ছি না। একাত্তরের গণহত্যার মতোই ৯৩ দিনের আগুনযুদ্ধের মানুষ পোড়ানোর গণহত্যার দায়ে বেগম খালেদা জিয়া দায়ী, অভিযুক্ত। তাঁর নামে মামলা হয়েছে, তদন্ত শেষ হয়েছে, দু-একটি মামলার চার্জশিট হয়েছে।’

জাসদপ্রধান বলেন, ‘আমরা মনে করি এই গণহত্যার সঙ্গে জড়িত আগুনসন্ত্রাসী এবং তাঁর নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করার জন্য প্রকাশ্য বিশেষ ট্রাইব্যুনালে তাঁর বিচার কাজ শুরু করব। ট্রাইব্যুনালে বিচার-আচারের মাধ্যমে খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন রাজনীতি করবেন। যদি নির্দোষ প্রমাণ করতে না পারেন, রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন। এর বাইরে অন্য কোনো পরিণতি নেই। আমরা মনে করি, আগুনসন্ত্রাসী গণতান্ত্রিক রাজনীতিতে কোনো রাজনীতি করার অধিকার পায় না। ’

গত ২৭ জুন জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ইনু বলেন, ‘নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কোনোদিন আর বাংলাদেশে রাজাকার সমর্থিত, সামরিক সমর্থিত কোনো সরকার আসবে না। আগুনসন্ত্রাসী বেগম খালেদা জিয়া কখনোই শেখ হাসিনার বিকল্প নয়।’

পরে সংসদে ও এর বাইরে তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেন ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পেট্রলবোমা হামলার নির্দেশদানকারী হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে।

৫ thoughts on “ঈদের পর ট্রাইব্যুনাল, খালেদা জিয়ার বিচার : ইনু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *