সৈয়দ আশরাফুল ইসলাম দলে অচিরেই সক্রিয় হবেন বলে আশাব্যক্ত করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি।
তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেয়া হয়নি। তিনি যেন দলীয় দায়িত্ব ঠিকমত পালন করতে পারেন সেজন্য এটা করা হয়েছে।’
শনিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে আরএস ডিজিটাল সাইনের অফিস উদ্বোধন করে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
ফারুক খান আরো বলেন ‘মন্ত্রিপরিষদে কোনো শুদ্ধি অভিযান চলছে না। পৃথিবীর যেকোনো দেশের মন্ত্রিপরিষদ রদবদল হয়। বাংলাদেশে অতীতেও হয়েছে। আগামীতেও হবে।’
এর আগে ফারুক খান উপজেলা পরিষদ মার্কেটে ফিতা কেটে আরএস ডিজিটাল সাইনো অফিস উদ্ধোধন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Singer Boy Tanvir liked this on Facebook.
Farid Jaman liked this on Facebook.
Mahmud Hasan Raju liked this on Facebook.
Mizanur Rahman liked this on Facebook.