খালেদার বিরুদ্ধে হাসিনার অভিযোগের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে বিগত অবরোধ আন্দোলনের সময় পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযোগ তুলেছেন তার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

ড. রিপন বলেন, একটি দলের প্রধানের পক্ষ থেকে যখন এসব অভিযোগ করা হয় তখন তদন্ত দুরুহ হয়ে পড়ে। সেজন্য আমরা জাতিসংঘের মাধ্যমে এর তদন্ত দাবি করছি।

৪ thoughts on “খালেদার বিরুদ্ধে হাসিনার অভিযোগের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *