ভারতীয় হিন্দি ও বাংলা গান রিংটোন-ওয়েলকাম টিউন বন্ধের জন্য আদালতের রুল জারি

ভারতীয় হিন্দি ও বাংলা এবং উপমহাদেশীয় সব ধরনের গান রিংটোন-ওয়েলকাম টিউনে ব্যবহার বন্ধের জন্য রুল জারি করেছেন উচ্চ আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৯ জুলাই এ আদেশ দেন।

মামলাটি দায়ের করেন মিউজিক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) সভাপতি একেএম আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী পাপ্পু। এমন রায়ে শিল্পীরা বেশ আনন্দিত। ফাহমিদা নবী বলেন, ‘রিংটোন-ওয়েলকাম টিউনে হিন্দি গান নিষিদ্ধ হওয়ায় আমি খুবই খুশি। বিষয়টি নিয়ে আমরা শিল্পীরা এতোদিন লড়েছি। অডিও প্রযোজকরা হয়তো এখন নিজেরাই বুঝতে পেরেছেন হিন্দি গানের আধিক্যে তাদেরও ক্ষতি হচ্ছে!

দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি। সবার প্রতি আমার আহ্বান- দেশকে ভালোবাসুন, দেশের গান শুনুন। দেশীয় রিংটোন ব্যবহার করুন। আগোরা, নন্দন, মিনা বাজারে হিন্দি বা ইংরেজি গানের পরিবর্তে বাংলা গান বাজলে আরও খুশি হবো। সুপারশপ কিংবা বিপণি বিতানে বাজার করতে আসা ক্রেতাদের বাংলা গান শোনালে আমরা সবাই অনুপ্রাণিত হবো।

আতিক/প্রবাস

৫ thoughts on “ভারতীয় হিন্দি ও বাংলা গান রিংটোন-ওয়েলকাম টিউন বন্ধের জন্য আদালতের রুল জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *