রামগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ১২ ব্যবসা প্রতিষ্ঠানের ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই সাথে ওই প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ১২টি পৃথক মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) দিনভর রামগঞ্জ এবং সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম এ জরিমানা করেন।
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় ফিল্ড অফিসার রিয়াজ হোসেন মোল্লার উপস্থিতিতে এ সময় অনুমোদনহীন নকল বেস্ট ওয়ান ঘি, গোয়ালা স্পেশাল ঘি, প্রমি ঘি ৪০ কেজি, চাঁদপুরের তুরাগ ব্রান্ড, রাফা ফুডের ঞটঘএ, কুমিল্লার মাহির এগ্রো ফুড এন্ড বেভারেজের ঞঊঅঈঐঊজ, আবির ফুডের ঞটজঅএ ব্রান্ডের প্রায় ২শত কেজি সফট ড্রিংক পাউডার সহ বিপুল পরিমান রুপক চিপস, কুসুম চানাচুর, টেস্ট ড্রিংকি ওয়াটার কোম্পানীর ৩০টি জার এবং বেশ কয়েকটি হাত পাল্লা ও ডিজিটাল পাল্লা জব্দ করা হয়। পরে জব্দকৃত ওই মালামাল উপজেলা প্রাঙ্গণে জনসম্মুখে ধ্বংস করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হল, নকল বেস্ট ওয়ান ও গোয়ালা স্পেশাল ব্রান্ডের ঘি বাজারজাতকারী প্রতিষ্ঠান সোনাপুরের মেসার্স বণিক স্টোর ৩০ হাজার, অনিল স্টোর ২০ হাজার, সোনাপুর মৌলভী বাজারের সেলিম স্টোরের ৩০ হাজার, রতনপুরস্থ আরাফাত মঞ্জিলে গড়ে ওঠা টেস্ট ড্রিংকি ওয়াটার কোম্পানীর ৩০ হাজার সহ সমির বণিক, অমৃত লাল বণিক, ইসমাইল, মোমিন স্টোর, রিপন ব্রাদার্স, রাইম স্টোর।
আতিক/প্রবাস
Shoton Biswas liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.