সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে পাচার হওয়া গরু ধরার নামে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করে কয়েকজন গ্রামবাসীকে মারধর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তবে বিজিবি ও সীমান্ত গ্রামবাসীর প্রতিরোধের মুখে ওই বিএসএফ সদস্যরা সোনাই নদীতে একটি নৌকা, একটি এসএলআর ও ২০ রাউন্ড রাইফেলের গুলি ফেলে রেখে পালিয়ে গেছে।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে মাদরা সীমান্তের শূন্য লাইনে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রব জানান, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি স্পিড বোর্ড ও একটি দেশীয় নৌকা নিয়ে প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর আন্তর্জাতিক সীমানা পিলার ১৩, সাব পিলার ৩ ও রিভার পিলার ১১ অতিক্রম করে বাংলাদেশের পারে চলে আসে।
তাদের মধ্যে দু’জন বিএসএফ সদস্য বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ঢুকে ভারত থেকে পাচার করা গরু ধরার নামে গ্রামবাসীদের তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় কয়েকজন গ্রামবাসী আহত হন।খবর পেয়ে মাদরা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত স্পিড বোর্ড নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা একটি নৌকায় রাখা এসএলআরসহ ২০ রাউন্ড গুলি ফেলে যায়।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহম্মেদ বকসি জানান, নৌকাসহ বিএসএফ এর ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাদরা সীমান্তের শূন্য লাইনে এক পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পাতাকা বৈঠকে বাংলাদেশে অনুপ্রবেশ করে গ্রামবাসীর উপর হামলার ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। পরে বিএসএফকে এসএলআর ও ২০ রাউণ্ড রাইফেলের গুলি ফেরৎ দেয়া হয়। তবে নৌকা পরে ফেরত দেয়ার কথা জানানো হয়। এ ছাড়া সীমান্ত সুরক্ষা ও পাচার প্রতিরোধে উভয় দেশ এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পতাকা বৈঠকে ১০ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি ও ১০ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন কল্যানী ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার।
Iqbal Hossain Sumon liked this on Facebook.
Abubakkar Madargonj Jsd liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Kajol Khan Anees liked this on Facebook.
Mdsayfur Rahman liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.
Prul Aktar liked this on Facebook.