আর কেউ মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা বলা মুশকিল : মুহিত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সদ্য দফতরবিহীন মন্ত্রী হওয়া সৈয়দ আশরাফুল ইসলামের মতো আর কেউ মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা তা বলা মুশকিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিলেটের নির্মিতব্য কাজিরবাজার ব্রিজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হচ্ছে, বিষয়টি আমরা ৬-৭ জন আগে থেকেই জানতাম। কিন্তু পরবর্তীতে আর কাউকে অব্যাহতি দেওয়া হবে কিনা তা বলা মুশকিল। এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’

তিনি মন্তব্য করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় দীর্ঘদিন মন্ত্রীবিহীন থাকতে পারে না। তাই মন্ত্রী পরিষদের পরিবর্তন এই মন্ত্রণালয়কে গতিশীল করবে।

নির্মিতব্য কাজিরবাজার ব্রিজ কবে উদ্বোধন হতে পারে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুই পাশের রাস্তার কাজ শেষ হবার পর কাজিরবাজার সেতুর উদ্বোধন করা হবে।

মন্ত্রী এর আগে নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

১১ thoughts on “আর কেউ মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা বলা মুশকিল : মুহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *