সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
শুক্রবার ভোরে রাজধানী রিয়াদ থেকে প্রায় ১শ ৯০ কি.মি দূরে মাজমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার বোর্ডের পরিচালক মোহসিন চৌধুরী জানান, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত তিন বাংলাদেশি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।
সৌদি পুলিশ সুত্রে জানা যায়, দুর্ঘটনায় হতাহতরা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। কাজ শেষে আবাসস্থলে ফিরে যাবার পথে তাদের বহনকারী ট্রাকের সামনের চাকা আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে একটি সেতুর রেলিং ভেঙ্গে ট্রাকটি নীচে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে মাজমা কিং খালেদ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন।