লন্ডনে ১২ সদস্যের বাঙ্গালী পরিবার নিখোঁজ!

লন্ডন থেকে দূরবর্তী শহর লুটনের বেড়িপার্ক এলাকায় বসবাসরত ১২ সদস্যের এক বাঙালি পরিবার গত দেড়মাস ধরে নিখোঁজ রয়েছে।

বুধবার স্থানীয় এক গনমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, প্রতিবেশীদের ধারণা, পরিবারের কোনো ধর্মান্ধ সদস্যের যোগসাজসে তাদের সিরিয়ায় আইএস জঙ্গিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

গত ১০ এপ্রিল পরিবারটি টার্কিস এয়ারলাইন্সে রিটার্ন টিকিট করে বাংলাদেশে আসে। ১১ মে ইস্তাম্বুলে অবতরণ করে তিনদিনের যাত্রা বিরতি শেষে ১৪ মে তাদের লন্ডন ফেরার কথা ছিলো।

নিখোঁজ ১২ সদস্যের মধ্যে ৭৫ বছর বয়সী পরিবার প্রধান বাবা আব্দুল মান্নান ও ক্যান্সার আক্রান্ত মা মিনারা খাতুন ছাড়াও, তাদের চার পুত্র- মোহাম্মদ জায়েদ হোসেইন, মোহাম্মদ তৌফিক হোসেইন, আবুল কাশেম শাকের ও মোহাম্মদ সালেহ হোসেইন, এক কন্যা রাজিয়া খানম এবং দুই পুত্রবধূসহ তিন নাতি-নাতনি রয়েছেন। নিখোঁজ পরিবার প্রধান আব্দুল মান্নান ও স্ত্রী মিনারা খাতুনের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

৫ thoughts on “লন্ডনে ১২ সদস্যের বাঙ্গালী পরিবার নিখোঁজ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *