সিসির বিরুদ্ধে সেনা বিদ্রোহ,সিসির যুগ শেষ

মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধের তারই সহযোগী বেশ কিছু সেনাকর্মকর্তা বিদ্রোহ করেছেন। তাদের সাথে সিনিয়র সাবেক বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা যোগ দেয়ায় সিসিকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা জোরালে হচ্ছে। এরই মধ্যে দেশটির সাবেক সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল সামি আনান সিসিকে ‘সরানোর বিষয়ে আলোচনা’ করতে সৌদি আরক সফর শুরু করেছেন।

এখন তিনি সৌদিতে অবস্থান করছেন বলে মঙ্গলবার মিশরের পিএলএস৪৮ সংবাদমাধ্যম জানিয়েছে। মিশরের বর্তমান সরকারকে আর্থিক এবং কূটনৈতিক সমর্থনের মাধ্যমে সৌদি আরবই ঠিকিয়ে রেখেছে। দেশটি সিসির ওপর থেকে সৌদি বাদশাহ সমর্থন প্রত্যাহার করে নিলে তার ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় বলেই বিশেষজ্ঞরা মনে করেন। জেনারেল সামি আনান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের সাথে সাক্ষাৎ করবেন। তার আগে তিনি বর্তমানে ওমরাহ পালন করছনে।

গত সপ্তাহে মিশরের এটর্নি জেনারেল আততাঁয়ীর গুলিতে নিহত হওয়ার পর আনানের এই সফর এবং আসরার আরাবিয়্যা পত্রিকার একটি খবর সিসির পতনের দিন ঘনিয়ে আসার জোরালো ইঙ্গিত দিচ্ছে। আরাবিয়্যার খবর অনুযায়ী, সম্প্রতি সেনা বাহিনীর এক দল কর্মকর্তা প্রেসিডেন্ট সিসিকে পাশ কাটিয়ে প্রতিরক্ষামন্ত্রী সিদকী সুবহির সভাপতিত্বে ‘যুদ্ধ পরিষদের’ বৈঠক আহবান করেন। বৈঠক শেষে সুবহি মুসলিম ব্রাদারহুডসহ আঞ্চলিক বিভিন্ন শক্তির কাছে দেশের চলমান সংকট সমাধানের প্রস্তাব করে বার্তা পাঠিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে, সমাধান উদ্যোগে তিনিও অংশীদার হতে চান। সিসি মিশরের নিরাপত্তাহীনা বৃদ্ধি এবং দেশকে অস্থিতিশীল করেছেন উল্লেখ করে আসরার আরাবিয়্যা লিখেছে, আনানের সৌদি সফর থেকে বুঝা যাচ্ছে সিসির যুগ শেষ হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সূত্র: মিডলইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *