আওয়ামী পন্থী কলামিস্ট গাফফার চৌধুরীকে মুরতাদ আখ্যা দিয়ে আল্লাহর গুনবাচক কোনো নাম দেবতাদের নাম ছিল না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ফোর্ডের মুফতীগণ বলেন, “আল্লাহ তায়ালার কোন গুণবাচক নাম তৎকালীন সমাজে দেবতাদের নাম আদৌ ছিল না।” ইহা মূলত: মুরতাদ গফফার চৌধুরী গংদের উদ্ভট বিকৃত মস্তিস্কের বহি: প্রকাশ মাত্র। এ সমস্ত মুরতাদদের দৌরাত্ম থামাতে আমরা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
তারা বলেন, বিতর্কিত লেখক কুলাঙ্গার আ. গফফার চৌধুরী আল্লাহর গুণবাচক নাম নিয়ে কান্ডজ্ঞানহীন মিথ্যা বক্তব্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর কলিজায় আগুন ধরিয়েছে। সরকার যদি এখনই উক্ত মুরতাদগংদের উপযুক্ত শাস্তি দিতে ব্যর্থ হয়, তাদেরকে ইসলাম বিরোধী কর্মকা- থেকে থামিয়ে রাখার উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ইসলাম বিরোধীদের দোসর হিসেবে সরকারকে চরম মূল্য দিতে হবে।
বিবৃতিতে সাক্ষর করেন: ফতোয়া বোর্ডের উপদেষ্টা মাওলানা মুহিউদ্দীন খান, ফতোয়া বোর্ডের সভাপতি প্রফেসর ড. মুফতি ইয়াহইয়ার রহমান, সেক্রেটারী জেনারেল মুফতি ড. খলিলুর রহমান মাদানী, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি জুবায়ের আহমদ, মুফতি তাজুল ইসলাম কাওসারী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি মুহাম্মদ মুবারক হোসাইন, মুফতি মাওলানা মুহাম্মদ জাফর আহমাদ, মুফতি মুহাম্মদ ইব্রাহিম, মুফতি মুহাম্মদ হাফিজুল্লাহ, মুফতি মুহাম্মদ সাল্লাহ উদ্দিন, হাফেজ মুফতি আব্দুর রহমান, মুফতি ড. আবু ইঊসুফ, মুফতি মাওলানা শাহ জালাল শরীফ, প্রফেসর মাওলানা মুফতি ইসহাক মাদানী, মুফতি নুর হুসাইন আল কাশেমী, মুফতি গোলাম উল্লাহ, মুফতি সিদ্দিক আহমদ, মুফতি শহীদুল ইসলাম, মুফতি গোলাম রহমান কাসেমী,
মুফতি আবুল কাশেম কাসেমী, মুফতি হিফজুর রহমান কাসেমী, মুফতি শরীফুল ইসলাম কাসেমী, মুফতি আহসান কামাল কাসেমী, মুফতি আবদুর রব, মুফতি আবদুল হালিম, মুফতি আবদুল কুদ্দুস, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি আবদুর রহমান, মুহাদ্দিস আবুল হাসান, মুফতি মাসউদুর রহমান, মুফতি ইসহাক, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি আবুল বাশার,
মুফতি মাওঃ ডা: এম আব্দুল কাইয়ূম আল আযহারী, মুফতি মাওলানা রফীকুর রহমান মাদানী, মুফতি মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মাওলানা আবদুর রহমান,মুফতি মাওলানা মোহাম্মাদ ইউসুফ আল-মাদানী, মুফতি আবু ইউসুফ খান মাহমুদী, ড. মুফতি নিজামুদ্দীন, প্রফেসর মুফতি ড. আবুল কালাম আযাদ আল মাদানী, প্রফেসর মুফতি আবদুর রহমান মাদানী, প্রফেসর মুফতি ড. মাওলানা সাইফুল্লাহ মাদানী, প্রফেসর মুফতি জুনায়েদ মাদানী, হাফেজ মুফতি আব্দুর রহমান, মুফতি শাহ জালাল শরীফ, হাফেজ মুফতি আব্দুর রহমান,মুফতি মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি মুহাম্মদ ইখলাস উদ্দিন, মুফতি আবুল খায়ের মুহাম্মদ আব্দুর রশীদ মাদানী, মুফতি মুহাম্মদ মিজানুর রহমান মাদানী, মুফতি মুহাম্মদ মুয়াজ্জেম হুসাইন, মুফতি আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানী, মুফতি মুহাম্মদ সাঈদুল ইসলাম, মুফতি মুহাম্মদ মাহতাব উদ্দিন, মুফতি মুহাম্মদ ছালমান, মুফতি আবুল হাসান মুহাম্মদ ইব্রাহিম, মুফতি মুহাম্মদ নুরুল হক, মুফতি মুহাম্মদ মহিব্বুর রহমান, মুফতি মাহবুবুর রহমান, মুফতি নাসির উদ্দীন, মুফতি গোলাম রহমান, মুফতি মাওলানা মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।
আতিক/প্রবাস