গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন দুই আসামি। মঙ্গলবার রাত ২টার দিকে মুকসুদপুর উপজেলার চণ্ডিবর্দী এলাকায় এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলা সদরের একাধিক স্থানে অভিযান চালিয়ে আসামি ইলাহী, বাবুল, সাহাদাত ও ইয়াসিন নামে চার আসামিকে গ্রেফতার করা হয়। থানায় নিয়ে আসার সময় উপজেলার চণ্ডিবর্দী এলাকার বিশ্বরোড থেকে ইলাহী মিয়া ও বাবুল হোসেন পালিয়ে যায়। ইলাহী উপজেলার চণ্ডিবর্দী গ্রামের নয়া মিয়ার ছেলে এবং বাবুল হোসেন একই গ্রামের আতিয়ার হোসেনের ছেলে।
পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।