শবনম মোস্তারী মমি
চুলে রং বদলের জন্য ন্যাচারাল ব্ল্যাক, জেট ব্ল্যাল, ব্রাউন, ডার্ক ব্রাউন, রেডিস ব্রাউন, গ্রে, বারগেন্ডি, লাইট হানি ব্রাউন, মেডিয়াম য়াশ ব্রাউন, গোল্ডেন ব্রাউন ডার্ক অবারন, চেস্ট নাটের মত বিভিন্ন রং পাওয়া যায় বাজারে।
বেছে নিতে হবে যেটি আপনার পছন্দ এবং আপনার সাথে মানান সই। হেয়ার কালার করানোর আগে কিছু বিসয় খেয়াল রাখবেন, নতুবা চুলের দীর্ঘ স্থায়ী ক্ষতি হতে পারে। (১) প্রথমেই নজর দিন, আপনার চুলের দিকে। চুল রুক্ষ ও ভংগুর হলে, তা কালার করার উপযুক্ত নয়।
সতেজ চুলে কালার অনেক দিন থাকে, দেখতেও ভাল লাগে, রুক্ষ চলে কালার ঠিক মত বসেনা, তাই আগে চুল কালার করার উপযুক্ত করুন, তারপর কালার করুন। (২) কালার ২ রকমের। স্থায়ী এবং অস্থায়ী। অস্থায়ী কালার আস্তে আস্তে উঠে গিয়ে চুল পূরবাবস্থায় ফিরে যায়।
তাই আগেই ভাবে কোন টা করাবেন। (৩) আপনার বিউশিয়ানের সাথে পরামর্ষ নিন, আপনার চেহারার সাথে মানান সই কালার, তিনি বেছে দিতে পারবেন। সঠিক সেড বেছে নিবেন। একই রঙের নানা সেড পাওয়া যায়।
আপনার চুলের রং যদি ব্রাউন হয়, আর আপনি যদি ব্রাউন রং এর সেড বেছে নিতে চান, তবে ত্বকের সাথে মানান সই হয় এমন সেডই বেছে নিন। নইলে চুলে সেড করাতে গিয়া উল্টো পরিশ্রম টাই মাটি হবে। লেখক:- বিউটি এক্সপার্ট, পরিচালক, ভেনাস বিউটি সেন্টার, রাজশাহী।