বিকেলে আসছেন আমলারা

ঢাকা: দুই ম্যাচের টি২০ শেষ হয়ে যাচ্ছে আগামীকাল। এরপরই শুরু হবে ওয়ানডে প্রস্তুতি। ১০ জুলাই মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে অংশগ্রহনের জন্য ওয়ানডে দলে থাকা আরও ৫জন ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছাচ্ছেন আর কিছুক্ষণ পরই।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকালে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার ওই ৫ ক্রিকেটারের। এ ৫ জনের মধ্যে রয়েছেন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ওপেনার এবং টেস্ট অধিনায়ক হাশিম আমলা। তার সঙ্গে আসছেন পেসার মরনে মর্কেল, স্পিনার ইমরান তাহির, অলরাউন্ডার ফারহান বেহার্ডিয়েন এবং পেসার রায়ান ম্যাক্লারেন।

এই পাঁচজনের মধ্যে আবার ইমরান তাহির, ফারহান বেহার্ডিয়েন এবং রায়ান ম্যাক্লারেন শুধু ওয়ানডে খেলবেন। টি২০ খেলার পর দেশে ফিরে যাবেন ডেভিড ওয়াইজ, এডি লিয়ে এবং ব্যুরো হেন্ডরিকস। ওয়ানডে শেষ হলে ‍দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আসবেন ডিন এলগার, রিজা হেন্ডরিকস, স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হার্মার, থেম্বা বাভুমা এবং ডেন ভিলাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *