গাফফার চৌধুরীর বিচারের দাবি চরমোনাই পীরের

ঢাকা: ইসলাম নিয়ে বিরুপ মন্তব্য করায় কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রবিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশনে ৩ জুলাই ‘বাংলাদেশ: অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় ‘আল্লাহর ৯৯ নাম কাফেরদের দেবতাদের নাম’সহ নারীদের পর্দা নিয়ে কটূক্তি করেন বাংলাদশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক আব্দুল গাফফার চৌধুরী।

চরমোনাই পীর বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে গাফফার চৌধুরী গর্হিত অপরাধ করেছেন। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ জন্য ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাস করার দাবি জানান তিনি।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে রোজার মাসে মুক্তি দেওয়ার প্রতিবাদ জানিয়ে চরমোনাই পীর রেজাউল করীম বলেন, তাকে আবার গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ইসলাম অবমাননা করে এদেশে তসলিমা নাসরিনরা টিকতে পারেনি। লতিফ সিদ্দিকী ও গাফফার চৌধুরীরাও টিকতে পারবে না।

সমাবেশে অন্যান্যর মধ্যে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ,উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা হয়ে আবার বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *