ঢাকা: জম্মু কাশ্মীরের উদহামপুর জেলায় চলতি সপ্তাহের শুরুতে এক নারীকে রাস্তায় নগ্ন করে পাশবিক নির্যাতন চালিয়েছে পাঁচ ব্যক্তি। সেই নির্যাতনের ঘটনা ভিডিও ধারণও করেছে বলে জানায় পুলিশ।
উদহামপুর জেলা কমিশনার বলেন, ‘এক নারীকে রাস্তায় নগ্ন করে পাশবিক নির্যাতন চালিয়েছে পাঁচজন পুরুষ। পরে মোবাইল ক্যামেরায় সেই ছবি ধারণ করে হোয়াটঅ্যাপে ছড়িযে দেয়া হয়েছে।’
নির্যাতিত ওই নারী জানান, ‘তার এক বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এমন সময় পাঁচজন ব্যক্তি এসে তার গতিরোধ করে এবং অশালীন ব্যবহার শুরু করে।’
তিনি প্রতিরোধ করতে চাইলে তার ওপর নির্যাতন শুরু করেন বলে জানালেন ওই নারী।
ভিডিওতে দেখা যায়, ওই নারী এবং তার বন্ধুর ওপর নির্যাতন চালাচ্ছে কয়েকজন ব্যক্তি। ওই নারী তাদের ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ জানায়। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা লাঠি দিয়ে তাকে আঘাত করে এবং যৌন হেনস্থা করতে থাকে।
পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ওই নারী এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।