ঢাকার যাত্রাবাড়ি ও সাভার থেকে শনিবার রাতে লক্ষাধিক ইয়াবাসহ ২ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা আরিচা মহাসড়ক থেকে ১ লাখ ৭৮ হাজার ২০০ ইয়াবাসহ একটি ট্রাক ও চালককে আটক করেছে র্যাব-৪।
গোপন তথ্যের ভিত্তিতে মো. ইসা খা নামে ওই চালকের আসনের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এদিকে শনিবার রাত আড়াইটার দিকে ২০ হাজার ইয়াবাসহ যাত্রাবাড়ী থানা পুলিশ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে।
রোববার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কমান্ডার মুফতি মাহমুদ খান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এসব তথ্য জানান।