গ্রিসের ঋণসঙ্কট সমাধানে আন্তর্জাতিক দাতাদের প্রস্তাবের ওপর গণভোট চলছে।
স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটের ফল জানা যাবে সন্ধ্যায়।
‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের প্রচারণাকারী উভয়পক্ষই বড়ো ধরনের সমাবেশের মধ্য দিয়ে শুক্রবার প্রচারণা শেষ করে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ‘না’ ভোটের পক্ষে। তবে তার বিরোধীদের আশঙ্কা, ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে দেশটিকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সঙ্গে গ্রিসের বর্তমান অর্থনৈতিক উদ্ধার কর্মসূচির মেয়াদ ৩০ জুন শেষ হয়। ঋণ ফেরত দিতে আন্তর্জাতিক দাতারা নতুন করে ঋণপ্রস্তাব দিয়েছে গ্রিসকে।