শাহজালালে ৮১৭ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও চেইনসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।

নাসিরুদ্দীন নামে ওই যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণবার ও ২১৭ গ্রাম ওজনের ১০০টি চেইন উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার বেলা পৌনে ১১টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে নাসিরুদ্দীন ঢাকায় অবতরণ করেন। তিনি রাজধানীর কুড়িল এলাকার বাসিন্দা।

বিমানবন্দর সূত্র জানায়, আনুষ্ঠানিকতা শেষে ১ নম্বর ক্যানোপি পার্কিং এলাকায় চলে আসেন নাসিরুদ্দীন। সেখানে এপিবিএনের সদস্যরা তাকে আটক করে। তার দেহ ও লাগেজ তল্লাশি করে তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার ও ১০০টি চেইন উদ্ধার করা হয়। এর মধ্যে স্বর্ণবারগুলো প্রতিটি ১০০ গ্রাম ওজনের এবং চেইনগুলোর ওজন ২১৭ গ্রাম। স্বর্ণপাচার আইনে মামলা করে নাসিরুদ্দীনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বিমানবন্দর এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার তথ্য নিশ্চিত করে বলেন, নাসিরুদ্দীন পেশাদার পাচার চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *