স্বতন্ত্র এমপি হিসেবে প্রতিনিধিত্ব করবেন লতিফ সিদ্দিকী: সুরঞ্জিত

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেছেন, ‘আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি। কারণ সংবিধান অনুযায়ী দুটি কারণে যেকোনো সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়। যার কোনোটিই লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে ঘটেনি। সংসদ সদস্যপদ বাতিল হওয়ার জন্য যে দুটি কারণ থাকে তার একটি হলো দলের বিরুদ্ধে সংসদে ভোট দেওয়া। অপরটি হলো যে দল থেকে ওই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে। কিন্তু তিনি কোনোটিই করেননি। তাই বুঝতে হবে, তার সদস্যপদ আছে। আর মনে রাখতে হবে দল সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচিত করে সংসদীয় এলাকার জনগণ। তাই দল থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তরুণ লীগের সভাপতি মোসলেহউদ্দিন মসুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণ দেবনাথ, মাহবুবুল আলম এবং হারুন চৌধুরী প্রমুখ।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজেই নির্বাচনে ভয় পান। তিনি নির্বাচন এলে পালিয়ে বেড়ান। কিন্তু খালেদা জিয়া বিভিন্ন সময় এসব বিষয়ে অনেক কথাই বলছেন। সরকার নির্বাচন দিতে ভয় পায়, পালিয়ে গিয়ে লুকাবারও জায়গা পাবে না।’

খালেদা জিয়াকে ‘নিজের দিকে তাকানোরও’ পরামর্শ দিয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘খালেদা জিয়াকে আগে মনস্থির হতে হবে তিনি কোন ধরনের রাজনীতি করবেন- স্বাভাবিক গণতান্ত্রিক. না-কি উগ্রবাদী-জঙ্গিবাদী। উগ্রবাদের পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনীতি করতে গেলে উনাকে আগে উগ্রবাদী জামায়াত পরিত্যাগ করতে হবে।’

এ সময় নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকয় উন্নীত হয়েছে, বিশ্বব্যাংকের এমন স্বীকৃতিতে বিস্ময় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিক।

তিনি বলেন, ‘আমরা জানতাম না যে, বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংক এ কথা বলতে পারবে। যারা পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা ফেরত নিল। তারা এই স্বীকৃতি দিল। আসলে কেউ কিছু অর্জন করলে অর্জন স্বীকার করতে হয়। এর পেছনে যিনি রয়েছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি নিরলস-অবিচলভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এমন অর্জনের জন্য একক কৃতিত্ব তার।’

দলীয় লোকদের বাধার কারণে ব্যাংক জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না-সংসদে অর্থমন্ত্রীর এ মন্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এটা বারণ কেন। দেশের অগ্রগতির পথে বাধা দেওয়ার জন্য, যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে শেখ হাসিনাকেই ব্যবস্থা নিতে হবে। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে ভাষণ দিয়ে মূলত নালিশ করে দিয়েছেন। কারণ দেশের মানুষের আশা-ভরসার একটাই আশ্রয়স্থল শেখ হাসিনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *