খালেদার রাজনীতি লেডিস ক্লাবে বন্দি: নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে তার রাজনীতি এখন ইস্কাটনের লেডিস ক্লাবে বন্দি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের ব্যর্থ নেত্রী। এখন তার রাজনীতি ইস্কাটনের লেডিস ক্লাবে বন্দি। আন্দোলন ও নির্বাচন থেকে পালানোর অভ্যাস ত্যাগ করে আগামী ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবার জন্য আপনি (খালেদা জিয়া) প্রস্তুতি নিন।’

শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুরের গাইন্ধাইলে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি এবং সদর উপজেলার বাগবাটিতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পৃথক সমাবেশে এ সব কথা বলেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়,স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাবে-উল্লেখ করে নাসিম বলেন, ‘বাংলাদেশ আরো এগিয়ে যেত, যদি বিএনপি জামায়াত জোটের অপরাজনীতি বা জ্বালাও-পোড়াও না করতো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *