দুর্নীতির কারণে তহবিল ফেরত নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা: বিএনপি

সরকারের দুর্নীতি, অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ থেকে উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্রগুলো তাদের দেওয়া তহবিল ফেরত নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ৫ জানুয়ারির ‘বিতর্কিত’ নির্বাচন এবং এরপর স্থানীয় নির্বাচনের ব্যাপক ‘কারচুপি ও সহিংসতায়’ এদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ হারিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এ কারণেই ইউএনডিপি নির্বাচন কমিশনে তাদের প্রকল্পের অর্থ ফেরত নিয়ে যাচ্ছে।

রিপন বলেন, ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনসহ বিগত সময়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। সিটি করপোরশন, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম নিয়ে বিএনপি ছাড়াও বিভিন্ন সহযোগী দেশসমূহ সুষ্ঠু তদন্তের দাবি তুলেছিল। কিন্তু সরকারের আজ্ঞাবহ সেবাদাস নির্বাচন কমিশন তা করেনি।’

বিএনপির মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে, ভোট জালিয়াতি রোধ করতে আন্তজার্তিক সংস্থাগুলো যে তহবিল দিয়ে আসছিল, ইসি সরকারের আজ্ঞাবহ সেবাদাসের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোট কারচুপিতে সহযোগিতা করায় সংস্থাগুলো সে তহবিল এখন ফেরত নিচ্ছে।’

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনসহ সকল কমিশনারের অবিলম্বে পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে সামরিক ফরমানের মতো অনেককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেবাদাস সিইসি রকিবউদ্দীন নামের লোকটির প্রত্যক্ষ সহযোগিতায়ই এটা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাচ্ছিল্য করে বলেছেন, বিএনপি চেয়ারপারসনের রাজনীতি লেডিস ক্লাবে ঢুকে গেছে। আমরা নাসিমের এ বক্তব্যর জবাবে বলতে চাই- বিএনপিকে মাঠে নামতে না দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এটা কী আপনাদের ক্রেডিট না ফ্যাসিবাদী আচরণ, তা আপনার কাছেই জানতে চাই।’

তিনি বলেন, ‘পুলিশের আইজি শহিদুল হক বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ডের কারণে সরকারের জনপ্রিয়তা কমছে। একজন উর্দি পরা লোক হয়ে পুলিশের আইজি বুঝতে পারছেন সরকারের জনপ্রিয়তার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। অথচ আওয়ামী লীগের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দলের নেতারা এটা বুঝতে পারছেন না- তা আমরা বিশ্বাস করতে চাই না। শাসক দল আওয়ামী লীগ নিজেরা নিজেদের রাজনৈতিক বিনাশ ডেকে আনছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *