আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নতুন করে হত্যাযজ্ঞ চালিয়েছে বোকো হারাম।
শনিবার বার্তা সংস্থা এএফপি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, ৪৮ ঘণ্টায় বোকো হারাম দেশটির বর্নো প্রদেশে প্রায় দু’শ নিরীহ মানুষকে হত্যা করেছে। বুধবার বর্নোর কুকাওয়া গ্রামে হামলা চালিয়ে ৯৭ জন এবং এর ঠিক একদিন আগে মঙ্গলবার ৪৮ জনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া শুক্রবার হামলা চালিয়ে হত্যা করা হয় প্রায় ৫০ জনকে।
সম্প্রতি ওই শহরটি পুনরায় দখল করে নেয় বোকো হারাম সশস্ত্র বাহিনীর সদস্যরা।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি একে ‘অমানবিক ও বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়, পুরুষদের ঘর থেকে বের করে এবং নারীদের ঘরেই গুলি হত্যা করে হয়।
গত মে মাসে বুহারি ক্ষমতার আসার পর এই রক্তক্ষয়ী সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেবে ২০০৯ সাল থেকে কমপক্ষে ১৭ হাজার মানুষ বোকো হারাম বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে।
জঙ্গি ইসলামী শাসনব্যবস্থা চালুর জন্য বোকো হারাম সদস্যরা সহিংস আন্দোলন চালিয়ে আসছে।