মাছ ধরাকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি গ্রামে বাবা ও তিন ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সকালে মাছ ধরাকে কেন্দ্র করে লাল মিয়ার লোকজনের সাথে বাকবিতণ্ডা হয় একই গ্রামের বাসিন্দা বিল্লাল মিস্ত্রীর ।এরই জেরে রাতে লালমিয়ার লোকজন বিল্লালের পরিবারের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই বিল্লাল ও তার তিন ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত বিল্লালের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, লাল মিয়া ও বিল্লাল আপন চাচাতো ভাই। জনপ্রতিনিধিসহ স্থানীয়রা এ ঘটনায় হতভম্ভ। এ হত্যাকান্ডে অভিযুক্ত লাল মিয়া, তার দুই ছেলেসহ অন্যদের ধরতে মাঠে নেমেছে পুলিশের চারটি টিম।