ইসরাইল সীমান্তসংলগ্ন মিশরের সিনাই উপত্যকায় আইএস সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর এক হামলার পর মিশরীয় সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ সীমান্তের নিতজানা ও কারেম শ্যালম ক্রসিং বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত নেয়। কিন্তু গত বৃহস্পতিবার সকালে কারেম শ্যালম ক্রসিং আবার খুলে দিয়েছে কর্তৃপক্ষ।খবরে বলা হয়, মিশরীয় সীমান্তে গত বুধবারের ওই হামলায় ৬৪ জন মিশরীয় সেনা নিহত হওয়ার মিশরের বিমানবাহিনী পাল্টা হামলা চালিয়ে কয়েকজন জিহাদিকে হত্যা করেছে বলে দাবি করা হয়। এই পরিস্থিতিতে সীমান্তে সেনা সমাবেশ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরাইল।
সীমান্তে বড় ধরনের হামলার পর পরিস্থিতি বিবেচনায় সিনাই সীমান্ত বরাবর নিরাপত্তা স্তর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ কমান্ড। বিশেষ করে স্পর্শকাতর কারেম শ্যালম ক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে ইসরাইল, মিশর ও গাজা উপত্যকার সীমান্ত এক জায়গায় এসে মিশেছে।এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলায় ৬৪ জন মিশরীয় সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবাদ আমাদের সীমান্ত ফটকে করাঘাত করছে।
ইসলামিক স্টেট (আইএস) শুধুমাত্র গোলান মালভূমি দিয়েই আসছে না। সন্ত্রাস মিশরের রাফা ক্রসিং তথা আমাদের সীমান্ত দিয়েও প্রবেশ করছে। তিনি বলেন, ইসলামিক স্টেটের হামলা মোকাবেলায় আমরা মিশরের সহযোগী এবং মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বের অন্যান্য যেসব রাষ্ট্র ইসলামিক জিহাদিদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত রয়েছে তাদেরও অংশীদার। জেরুজালেম পোস্ট, ওয়াইনেটনিউজ.কম।
আতিক/প্রবাস