লতিফ সিদ্দিকীর ফাঁসি চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি দলগুলো

হজ ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসি চেয়েছে হেফাজতে ইসলাম। তার ফাঁসি না হওয়া পর্যন্ত ঘরে না ফেরারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এ ঘোষণা দেন। সমাবেশ শেষে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে হেফাজতে ইসলাম ছাড়াও খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন ইসলামী দল অংশ নেয়। এদিকে বায়তুল মোকাররমে ইসলামী দলগুলোর কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *