যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার লন্ডনের সবচেয়ে আলোচিত লেবার পার্টির হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। অবাক হচ্ছেন? হ্যাঁ অবাক হওয়ার ই কথা। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে ব্রিটিশ নিউজ পেপার হ্যাম হায় এর ওয়েব সাইটে।বিষয়টি নিয়ে রীতিমত তোলপাড় চলছে ওয়েব দুনিয়ায়।
তিনি আবার আলোচনায় এসেছেন এবারের যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের নির্বাচনী খরচের সবার চাইতে বেশি খরচ করে। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে তিনি টাকার পরিমাণে প্রায় ২১ কোটি টাকারও বেশি খরচ করেন।
যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটি গুলোতে চলছে নানামুখী আলোচনা। উক্ত ওয়েবসাইটের তথ্য মতে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের নির্বাচনী খরচের তালিকায় সর্ব উচ্চ স্থান শেখ রেহানার মেয়ে টিউলিপ। টিউলিপ সহ নির্বাচনী ব্যয়ে শীর্ষে যারা আছেন তাদের ও নাম দেয়া হয়। উক্ত ওয়েব সাইট থেকে নির্বাচনী ব্যয়ে যারা শীর্ষে আছেন তাদের তালিকা আমাদের নিউজ অর্গান টোয়েন্টিফোর.কম পাঠকদের জন্য হুবহু তূলে ধরা হল,
Tulip Siddiq – £42,752.16
Simon Marcus – £41,115.23
Natalie Bennett – £40,579.11
Sir Keir Starmer – £20,440.51
Maajid Nawaz – £16,926.55
Will Blair – £12,974.38
Rebecca Johnson – £6,640.24
Jill Fraser – £4,441.12
Maxine Spencer – £1,438.97
Magnus Nielsen – £50
আতিক/প্রবাস