রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ভুয়া ডিবি পুলিশসহ ২ নারীকে আটক করেছে র্যাব-১ এর একটি দল। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। এই চক্রটি বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো বলে জানা গেছে। ওই চক্রের সদস্য প্রতারক নারী সদস্যরা দেশের বিত্তশালীদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে প্রেমের ফাঁদে পেলে। পরে তারা কৌশলে তাদের আস্তানায় নিয়ে অশ্লীল ছবি তুলে তাদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে।
আজ বেলা ১১টায় র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে